Homepage 64th Issue Editorial পরিবিষয়ী কবিতা Contact Us Contact Us

 

 

 

 

কবিতা পাঠোদ্ধারঃ  বুদ্ধদেব বসু  

 

বুদ্ধদেব বসু মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন একাধিকবার একথা বহুজ্ঞাত। ইন্ডিয়ানার ব্লুমিংটনে পড়িয়েছেন স্যাবাটিকালে। পড়িয়েছেন নিউ ইয়র্ক রাজ্য ও শহরে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি মার্কিন কবি, অধ্যাপক, প্রাবন্ধিক প্যাট ক্লিফর্ড (Pat Clifford) বু ব-র একটি কবিতাপাঠানুষ্ঠানের অডিও রেকর্ডিং উদ্ধার করেন Poetry Center Digital Archive থেকে।  ১৯৬৫ সালের ৬ই এপ্রিল বুদ্ধদেব বসুকে আমন্ত্রণ জানানো হয় অনুবাদে নিজের কিছু কবিতাপাঠের জন্য। বুদ্ধদেব নিজের কবিতা পড়ার আগে তাঁর সমসাময়িক বাঙালী কবিদের কবিতার অনুবাদ পড়েন এই স্বার্থহীনতা, দূরদৃষ্টি ও হৃদয়বত্তা বাংলা কাব্যসাহিত্য থেকে উধাও হয়ে গেছে বহুদিনই। এরপর ১৯৫৮ সালের কাব্যগ্রন্থ ‘যে আঁধার আলোর অধিক’ থেকে বুদ্ধদেব পড়েন তাঁর নিজের কিছু কবিতার স্বকৃত ইংরেজি অনুবাদ। কৌরবের তরফ থেকে প্যাটের প্রতি রইলো আমাদের গাঢ় কৃতজ্ঞতা। পাঠের সূত্র নিচে –

 

https://diva.sfsu.edu/collections/poetrycenter/bundles/222868