অনুপম রায়ের কবিতা 

অনুপম রায়-এর যে পরিচিতির কোনো প্রয়োজন নেই গায়ক, গীতিকার ও সুরস্রষ্টা হিসেবে, তার বাইরের জগতেই কৌরবের সাথে অনুপমের আলাপ – তরুণ গদ্যকার ও কবি হিসেবে। গদ্য ও পদ্যের একাধিক গ্রন্থ তার, যার মধ্যে ‘ছোঁয়াছে কলম’ (আনন্দ, ২০১৩), ‘সময়ের বাইরে’ (দে’জ ২০১৪), ‘মন ও মেজাজ’ (কারিগর, ২০১৬), ‘আমাদের বেঁচে থাকা’ (কৌরব, ২০১৮), ‘নিজের শব্দে কাজ করো’ (দে’জ ২০২০) আলোচনার দাবী রাখে। কৌরব পত্রিকাতেই অনুপমের প্রথম গদ্য প্রকাশিত হয়, পরে আরো অনেক লেখা, বাংলা ও ইংরেজিতে। এইবার এলো সরলার বেড়াল, যে নিজের জনরা জানে না।

 

image003

সরলার বেড়াল

              

সরলার কোনো বেড়াল নেই। সরলা চায় পাশ ফিরে শুয়ে থাকা সাদা লোম লোম জ্যান্ত একটা পশু বেড়াল। এ জীবনে সে একবার মাত্র ভালবেসেছিল, তারপর থেকে সে পুরোপুরি মাছ, মাংস, ডিম ছেড়ে দিয়ে ক্যালকুলাসের সহজ অঙ্কগুলো প্র্যাকটিস করে। একদিন উত্তরে বারবার একটি ইন্টিগ্রাল বেড়াল আসে আর কিছুতেই তাকে ফেরানো যায় না। এক খাতা অঙ্কের এক খাতা বেড়াল সরলা-কে পরপর বেশ কিছু রাত ঘুমোতে দেয় না। ঘুম হয় আর ম্যাও ম্যাও শব্দে সাদা হয়ে যায় দুটো চোখ। অথচ কেউ নেই। বিশ্বস্ত স্বপ্নের পথচারী-রা এগিয়ে গিয়েছে কোলে শিশু আর আয়াদের সঙ্গে করে। সেখানে সরলা থাকতে চায় না, সে ফিরে আসে গোয়েন্দা গল্পের রান্নাঘরে চুরি যাওয়া দুধের বোতলের সন্ধানে। সরলা একটা বেড়াল চায়। বারান্দায় রোদ মুছে দেবে স্মৃতি তার, এমন একটা বেড়াল চায়।

    

 

Copyright © 2020                                 Anupam Roy                                Published 31st Dec, 2020.

image004

image005